বারো পুরুষ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বারো পুরুষ
কলমে- সুব্রত পন্ডিত
সংকলন- শূন্য শূন্যস্থান (দ্বিতীয় খন্ড)
++++++
জ্ঞানের আঙিনায় সূর্য প্রতিদিন নতুন।
আজ সবই নতুন তবে শিকড় পুরাতন।

বেদের আঙিনায় বেদব্যস দিলেন ধ্যানের দীপ্তি।
জাগালেন প্রজ্ঞার রায়, মহাভারতে সবাই তৃপ্তি।

বাল্মিকীর রামায়ণে ধ্বনিত হচ্ছে রামের আদর্শ নীতি।
আজও আর্য ভট্টের শূন্য ছাড়া গণিতের নেই গতি।

বরাহমিহির শেখালেন তারা গগনে কত শত ছন্দ।
জ্যোতিষ শাস্ত্রে ভারত পেল বিশ্বজয়ের আনন্দ।

বিষ্ণুশর্মা শেখালেন নীতির গল্প, রচিলেন পশুদের নিয়েই পঞ্চতন্ত্র।
দীক্ষায় শংকরাচার্য দিলেন- জগত মায়া, সত্য ব্রহ্মের মন্ত্র।

ভবভূতির নাটক মানেই অমল ধারার হৃদয়-স্পর্শী ছায়া।
প্রেম গাঁথা ধ্বনিতে কালিদাস ফুটালেন ঋতুর চিরাচরিত চিরন্তন মায়া।

জ্ঞানের চিন্তায় কর্ম, ন্যায়ের নীতিতে বিদুরের শব্দগুলো লিপ্ত।
কৌটিল্যের অর্থশাস্ত্র, চাণক্যের নীতি আজও রাষ্ট্র করছে রপ্ত।

চরক জানালেন প্রাণকেই ভালোবাস, শুদ্ধ দেহেই প্রাণের বাস।
সুশ্রুত ঘাঁটলেন রোগের তাস, দিলেন চিকিৎসার আশ।

শিক্ষাগুরুর দেশ ভারতবর্ষ, বারোমাসই চলে বারো পুরুষের অবদান।
সভ্যতার শ্রেষ্ঠ পথিক, ভারত সত্যিকদের জানাই অহরহ প্রণাম।। জানাই প্রণাম।।

0

Publication author

0
গ্রাম- ধলহরা, ডাকঘর- নেকুড়সেনী, থানা- দাঁতন, জেলা- পশ্চিম মেদিনীপুর, পিন- ৭২১৪৫১
Comments: 0Publics: 37Registration: 24-10-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।