বিজ্ঞাপন
জাতীয়, আন্তর্জাতিক বিজ্ঞাপন,
টোকা মারে টেলিভিশন সেটে।
কত মঞ্চ, অভ্যর্থনা, বড় মাপের উৎসব।
এক ‘মানুষ জাতি’ ধরে রাখে।
সুখী পৃথিবী, সুখী দেশ,
আর আমাদের সুখী চারপাশ।
হাতের মুঠোয়, নিল ভূমধ্যসাগর, বিশ্বকাপ স্টেডিয়াম,
আরও কি করে উন্নত হওয়ার বিজ্ঞাপন।
সত্যিতো, এত’যে গতিবিধি,
দেশে, দেশে এত ভরপুর,
এতদিনে সম্পূর্ণ মানব পরিচিতি,
উন্নত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।
তবু কেন, ঘৃনা, আতঙ্ক মেশে চোখে?
একদল লোক, কালো মুখোশের আড়ালে।
কিসের জন্যে, রক্তের বিনিময়ে,
এ কোন বিজ্ঞাপন, বর্তমান সময়ে।
অন্ধকার, যা দেখায় না, টেলিভিশন সেটে,
ক্ষুধার্ত এক মুখ, ইথিওপিয়ার।
দেশ ছেড়ে চলে আসে, দলে, দলে,
পার হয়ে, মায়ানমার সীমান্ত।
কিংবা, ‘মিশর’এর বাজারে, দাস বিক্রয়,
অপমান, সুমহান সভ্যতার বিনিময়ে।
প্রকৃতির রোষে, ঘর বাড়ি ভেসে যায়।
এক দেশ, এক জাতি, ভেঙে খান খান হয়ে।
অসুখি পৃথিবী, দুঃখী দেশ,
বিক্রি হয়না, কনজিউমার মার্কেটে।
ঝকঝকে মানুষদের সুখী চোখ মুখ,
ডলার, পাউন্ড, টাকার বিনিময়ে।
টেলিভিশন সেট, যেন হয় আমার দুচোখ,
টোকা মারি তোমাদের ভিতরে।
ঐ ক্ষুধার্ত মুখ ভুলো না,
মায়ানমার সীমান্তরেখা জুড়ে যাক তোমার হৃদয়।
নদীর জল, শান্ত টলমল তোমার ভালোবাসা।
বিক্রি করেনা তোমার স্বপ্ন ওড়ার আশায়।
বিজ্ঞাপন, হারাক তার চমক,
উৎসব হক আমার ধানের শীষের দোলায়।
বিজ্ঞাপন নয়, দেশে, দেশে ছড়িয়ে যাক,
এদেশের ফসলের বীজ জেগে উঠুক আফ্রিকায়।