বৃক্ষ কথা
বৃক্ষ কথা
-ভাস্কর পাল
আমরা তো বোবা
বলতে পারি না কথা,
একই স্থানে স্থির থেকেই
বাড়াই সাহায্যের হাতটা।
আমার ভাষা বোঝে না কেউ
শোনেনা কষ্টের কান্না,
প্রয়োজনেতে দিচ্ছি সবই
শোষণ করছি বিশুদ্ধতা।
নিজের খাদ্য নিজেই বানাই
নেই না কারোর সাহায্য,
ছায়া দিচ্ছি, খাবার দিচ্ছি
তবুও হচ্ছি ধ্বংস।
প্রাণ বাঁচানোর রসদ আছে
আমাদেরই কাছে-
প্রতিদানে তবুও পাচ্ছি
কান্না চাপা কষ্ট।
আমরা পারিনা মনুষ্যর মতো
প্রতিবাদের ঝড় তুলতে,
মানুষ তাই মোদের মেরে-
করছে ধ্বংস নিজের।।
Subscribe
Login
0 Comments
Oldest