বৃথা প্রেম

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমি তোমার লাগিয়া রাত্রি জাগিয়া লিখিব প্রেমের গান,
আমি তোমার লগিয়া গনিয়া যাইব প্রভাত কলির প্রান।
আমি তোমারি হাসিতে হাসিব, আঁকিব তোমার প্রেমের ছবি;
আমি তোমার প্রেমেতে লুটিয়া হইব, পাগল-মত্ত-কবি।
চাহিয়াছি তব, যেদিন হইতে, সুন্দর মুখপানে;
অবাক হইয়া রহিয়াছি আমি নিহ্রা ও জাগরনে।
কত না কথা, কহিতে জানে, তোমার সরল আঁখি,
নিশিদিন তব ভাবিয়া মরিল, আমার পরান পাখি।
রাশি রাশি করি, কেশের গুচ্ছ, ধেউ খেলাইয়া দোলে;
উড়ায় আচল, হাওয়ার চালেতে, পদযুগকলের তালে।
কতবার তবে, পরিল মনেতে, শতবার আমি ভাবি;
পরান যুরায়্‌ দেখিবার পরে, তোমার মুখের ছবি।
অধম আমিযে, প্রেমের কথা, কভু না কহিতে জানি;
‘ভালবাসি’ তাই,তোমার সামনে, কেমনে সেকথা আনি?
অবহেলা হায়, সহিয়াছি কত, কহিবারে তাই ভয়ে;
গোপন করিনু এই প্রেম তবে, রাখিনু বুকেতে লুকায়ে।।

0

Publication author

offline 4 years

Sarajit Ghosh

0
Comments: 3Publics: 3Registration: 15-08-2020
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।