বেলা শেষ –
বেলা শেষ –
============
মোঃ রহমত আলী
============
বেলা শেষে সূর্য ডুবে,
আঁধার নামে পাখিরা
ফিরে যায় নিজ ঠিকানায়।
বেলা শেষে নক্ষত্র
ধরা পরে মানব চোখে।
চাঁদের আলো উথলে
ওঠে নদীর জলে।
জোনাকিরা ঝিকিমিকি করে
বাঁশবনে বেলা শেষের আনন্দে।
বেলা শেষে আঁধার ছেয়ে যায়,
ছুটে চলে,সবাই নিজ সীমান্তে।
বেলাশেষে কৃষক ছুটে যায়,
নিজ ঘরে লাঙ্গল সাথে নিয়ে।
কৃষকের ঘামে ভিজে যায়
ক্ষেত বেলা শেষের জন্য।
বেলা শেষে দিনমজুর
পেয়ে যায় পয়সা,
তাই মনে মনে কামনা
করে হয়ে যা বেলা শেষ।
০৯.০৫.২০০০
Subscribe
Login
0 Comments
Oldest