ব্যর্থতা-৫০
হৃদপিন্ড ছুঁয়ে গেছো তুমি
নীল অন্ধকারের শ্রেয়সী হয়ে
তুমি কি চাও আমি রাতে ঘুমায়
কয়েকটি পাতা আজ কম ঝরেছে হৃদয় থেকে
আমার বুকের উপর একটি শুকনো পাতা হেমন্ত-শীতের রাত্রে ঝরে পড়ল।
তোমাকে কখনো পায়নি বাংলার মেয়ে
ভালোবাসার ঠিকানা হলদে কাগজে লিখে দিলাম
তোমার বাড়ির চৌকাঠে।
জানিনা কি হবে পরে, জানবে একদিন তুমি
প্রতিদিন আমি তোমাকেই চেয়েছিলাম
কিন্তু তুমি আজো জানতে চাইলে না মনের কথা কিংবা বুঝতে ও চাওনি বোধহয়!
তোমার চোখের মাঝে আমার হৃদপিন্ডের বসতভূমি
মরুর দেশে যেমন যাযাবর যায়, বলতে পারো তেমনি…
Subscribe
Login
0 Comments
Oldest