ব্যর্থতা
ব্যর্থতা
-ভাস্কর পাল
কঠোর তার পরশ গুলো হৃদয়ে আনে বসন্ত উল্লাস
ব্যর্থ হওয়া পদক্ষেপ গুলো যেন স্বচ্ছলতার উচ্ছাস
গুমরে মরা রাতের স্তব্ধতা কেমনে আনে নীরবতা
জীবনের প্রতিটা মুহুর্ত শিক্ষা নেয় যখন আসে ব্যার্থতা।
পুষ্প কুড়ি ফুটিলে পরে, ঝরে পরে সৌন্দর্যতা
শুকিয়ে গেলে থাকে না যে তার কোনোই মূল্যটা
হারিয়ে যাওয়া সময় গুলো, কেটে গেলো খুব সহজে।
নতুন সময় নতুন অধ্যায়ের সূচনার অবসাদে।।
জীবন্ত লাস প্রাচীর গড়ে ইতির পাতায় ইতিহাসে
জীবনের প্রতিটা মুহূর্তে যেন ব্যর্থতার চিহ্ন ফোটে-
কাটে একেকটা পাতা বইয়ের, শেষ হয় পুস্তক
কিছু লাইন ধরে রেখে, খুঁজে পাই জীবনের রসদ।
ব্যর্থ সময়, ব্যর্থ মুহূর্ত কেমনে যেন চমকে ওঠে
সে সময় আসিবে ব্যর্থতা, বুঝিনি তো তা আগে
সময় বয়ে যায়, কেবল স্মৃতির ছাপ রেখে যায়-
ব্যর্থতা গুলোই কেবল জীবনের পথ বোঝায়।।