ব্যস্ততা
ব্যস্ততা
আহমেত কামাল
পূবালী হাওয়া বেয়ে নেমে গ্যাছে ঘুম
অথচ
এখানে একদিন হেমন্ত ছিলো
ছিলো -জল ছিঁটিয়ে
বৃষ্টি নামানোর দিন।
তুমি কী এখনও সাজো সাঁঝের উৎসবে?
অথবা
খোঁপায় গুঁজে দাও কী
এক আকাশ তারা?
আমার এখানে দারুণ হৈচৈ
দারুণ প্রবাহ- প্রেমের
কিন্তু আমি একাই বসে থাকি,,,
রাত এলে
কুঁচিকুঁচি করে কাটি তালুতে রেখে ঘুম
Subscribe
Login
0 Comments
Oldest