ব্যাস্ততা
38 total views
ব্যাস্ততা
-ভাস্কর পাল
হাজারও চিন্তার মাঝে,
লুকিয়ে থাকা সেই ডাইরির পাতা,
খুলে আর হয় না দেখা।
হাজারো ব্যাস্ততা ঘিরেছে আজ
সময়ের হিসেবে নিজের অভাব;
আঁকা – বাঁকা পথ আর,
প্রকন্ড সব দেওয়াল,
মনের মধ্যে মন বিলিয়ে
শহরের বুকে পথ হারিয়ে-
বাস্তবতার ছাপ পড়েছে,
ব্যাস্ততার প্রাচীর তলে।
অজানাকে জানার তরে,
চেনা সবই অজানা হয়ে;
নিজের হাতেই সবটা আজ
তুলেছি আমি ব্যাস্ত করে।
এই ব্যাস্ত শহর, ব্যাস্ত মন
পাড়বে তুমি করতে নিয়োগ?
তাইতো আজ আড়াল হলো,
চাপা পড়া সেই পাতা গুলো।
ধুলো ঝেড়ে, সময় করে
দেখা হলো না ডায়রিটা আর
অবাস্তবের পথে সেটাও
ব্যাস্ত হয়েই রয়ে গেলো।
Subscribe
Login
0 Comments