ভগ্ন হৃদয়

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বেদনার এই ধ্বংসস্তুপে
তমসা রজনীর আলোর দিকে,
দিশাহারা নয়নযুগল
উন্মাদনায় মত্ত শেষে।

ক্রন্দনরত ঐ  মনুষ্যবর্গ
নিদারুণ এক শোকশয্যায়,
উন্মুক্ত এই পৃথিবীর বক্ষে
অসীম গগনে মিলায়ে যায়।

পত্রহীন বৃক্ষের ন্যায়
বিধ্বস্ত ঐ হৃদয়ের গভীরে,
আবরিত লোহিত দন্ড
শ্বাসরোধ করিয়া যায়।

নীলাভ আলোর সীমানা ছাড়ায়ে
ধাবমান সোনালি কনাদ্বয়;
শুরু হইতে শেষ বৎসরে
অলীক কল্পনার ঘটে ক্ষয়।

তটিনীর তটে বহিয়া গিয়াছে
সহস্র এক উচ্ছাস,
ভাসিবেনা তাই আর কখনো
মন মন্দিরে প্রণয় শাঁখের ডাক।

0

Publication author

offline 4 months

Agnibesh Patra

0
আধুনিকতার স্পর্শ মেখে
ডুবে গেছি সপ্তসিন্ধু তীরে।।।।।।
Comments: 0Publics: 3Registration: 12-07-2025
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।