ভগ্ন হৃদয়
![]()
বেদনার এই ধ্বংসস্তুপে
তমসা রজনীর আলোর দিকে,
দিশাহারা নয়নযুগল
উন্মাদনায় মত্ত শেষে।
ক্রন্দনরত ঐ মনুষ্যবর্গ
নিদারুণ এক শোকশয্যায়,
উন্মুক্ত এই পৃথিবীর বক্ষে
অসীম গগনে মিলায়ে যায়।
পত্রহীন বৃক্ষের ন্যায়
বিধ্বস্ত ঐ হৃদয়ের গভীরে,
আবরিত লোহিত দন্ড
শ্বাসরোধ করিয়া যায়।
নীলাভ আলোর সীমানা ছাড়ায়ে
ধাবমান সোনালি কনাদ্বয়;
শুরু হইতে শেষ বৎসরে
অলীক কল্পনার ঘটে ক্ষয়।
তটিনীর তটে বহিয়া গিয়াছে
সহস্র এক উচ্ছাস,
ভাসিবেনা তাই আর কখনো
মন মন্দিরে প্রণয় শাঁখের ডাক।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)