ভাগ্য
![]()
মৃত্যু আর জীবনের মাঝে কোনো ফারাক ছিল না
যতটুকু ফারাক তা ছিল মুমূর্ষ বেঁচে থাকা –
ফরিঙের কিছুই ছিল না ।
বোতল আর গেলাসের মাঝে কোনো ফারাক ছিল না
যতটুকু ফারাক তা ছিল চুমুক দেওয়ার –
ফরিঙের কিছুই ছিল না ।
ওড়া ও পোড়ার মাঝে কোন সময় ছিল না
যতটুকু ছিল তা শুধু আগুন মাখার –
ফরিঙের ভাগ্যে ছিল ।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)