ভালোবাসা
ভালোবাসা বুকে বসলেই
মাথার উপর বয়ে যায় এক কোটি সমুদ্র ঝড়,
রাত বিরেতে বসি জানালায়
গুনে ফেলি যতগুলো আঁধার দেখা যায়,
ছেঁচে ফেলি এক সমুদ্র নোনা জল
ঝিনুকের খোলে,
কাক ডাকা ভোর বুজিয়ে দিয়ে
বিছিয়ে নেই এক গনগনে দুপুর।
Subscribe
Login
1 Comment
Oldest