ভালোবাসা ও ঈশ্বর
ভালোবাসবো বললে ভালোবাসা যায় না
ভালোবাসা হয় আপনা-আপনি
কোনো শর্ত মেনে হয় না।
ভালোবাসার জন্য যা প্রয়োজন তা হল ‘মন’।
মন তো সকলের থাকে
কিন্তু মনের মতো মন ক’জনের থাকে?
ভালোবাসার ভিক্ষা পাত্র নিয়ে যারা ঘুরে বেড়ায়
আর যারা সেই পাত্রে ‘ভালোবাসা’ ভিক্ষা দেয়,
তাদেরই তো আছে মনের মতো মন।
ভালোবাসায় আকুল না হলে কি ভালোবাসা যায়?
দরিদ্রকে যে সেবা করে, ঈশ্বর তাকে ভালোবাসেন।
ভিক্ষুককে যে ভিক্ষা দেয়, ঈশ্বর তাকে ভালোবাসেন।
এই ব্রম্ভান্ড যিনি তৈরি করেছেন তিনি ঈশ্বর।
ঈশ্বরের অপর নাম ভালোবাসা।
জলের সঙ্গে তো জলই বাঁধে,
জলের সঙ্গে কি তেল বাঁধে?
তাই ঈশ্বর তাদেরই ভালোবাসেন যারা ভালোবাসাকে ভালোবাসে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১০/২০২৩