মডার্ন এ্যাস্ট্রোনমি
হাবলের টেলিস্কোপে কেবল নোংরা জিনিস দেখায়,
যেখানে সেখানে চোখ রাখা শকুনের কাজ,
মডার্ন এ্যাস্ট্রোনমিতে এই সমতল ভর্তি,
পথে পথে থই থই করে উদ্দাম বাতাস নর্তকী,
টেবিলের উপর চাপা দেওয়া থাই সুপ,
আর ড্রয়ারে ড্রয়ারে জুপিটারের প্রভাব,
যখন তখন গর্ভবতী হয়ে পড়ে লেফাফা,
মাথার উপরের বেনারশী থেকে মিথ্যা গল্প ঝরে পড়ে
চব্বিশ ঘন্টা,
শুকিয়ে যাওয়া খালের তীরে
শেষ যন্ত্রনায় ধোঁকে ম্লেচ্ছদের বংশধর,
কালো পিঁপড়েরা জানে রঙপেন্সিলের কামান দেগেছিলো
বাবর বাদশাহ,
লোদীর মত ওরাও জীবন থেকে ডুবে যায়
সিটি কর্পোরেশনের ভাগাড়ে,
হাবলের টেলিস্কোপ তার নাগাল পায় না,
উন্মাদ নিউটনের এলোমেলো সূত্রে,
এই সমতল থেকে উপরে উঠে যায়,
সব দামী পাথর,
জমা হয়ে যায় জগৎশেঠের অমরায়।
এক্সক্যাভাটরের যান্ত্রিক মায়ায়,
আবার সমতল হয়ে যায় ভাগাড়,
আবার জন্ম হয় ওদের,
ছিন্ন ভিন্ন মৃত্যুর জন্য।