মনুষ্যত্ব
মনুষ্যত্ব
হাকিকুর রহমান
পাত্র-মিত্র, গোত্রের বিবেধ ভুলি,
মনুষ্যত্বকে সবার উপরে তুলি।
সিঞ্চিত করি তপ্ত ধরাকে
গাহি সাম্যের গান,
বহিত হউক শান্তির সুবাতাস
জাগরিত হউক প্রাণ।
উন্নীত করি চিন্তা-চেতনা
বাড়াই সহযোগিতার হাত,
হৃদয়ে জ্বালি অহিংসার আলো
সফলতায় ভরুক প্রতি প্রাত।
সমৃদ্ধি করি প্রতিটি অন্তর
আসুক ধরাতে শান্তি,
সহমর্মিতায় ভরুক চারিদিক
ঘুঁচাক সকল বিভ্রান্তি।
Subscribe
Login
0 Comments
Oldest