মন খারাপের বিজ্ঞাপনে ১৪৪ ধারা (Mon kharaper biggapone 144 dhara)
এ শহরে মন খারাপের বিজ্ঞাপনের উপর
১৪৪ ধারা জারি করা হোক।
নগরীর অলিতে গলিতে
সোডিয়াম বাতির নিচে
কিংবা পার্কের মোড়ে
কোথাও কোনো বিলবোর্ড থাকবে না।
যুগলদের সকল প্রকার ব্যক্তিগত সমাবেশ
শিহরণ জাগানো চুম্বন,
নিষিদ্ধ স্পর্শ কিংবা রুম ডেট
অনির্দিষ্টকালের জন্যে নিষিদ্ধ করা হোক।
আর্মড ফোর্সেস ছাত্রী হোস্টেল
কিংবা মোনালিসা বালিকা বিদ্যালয়
কোথাও কেউ ভিড় জমাবে না৷
হাতে থাকা লাল গোলাপের পাপড়ি শুকিয়ে যাবে,
তবুও হাতবদল হবেনা।
বসন্ত বরণ অথবা পয়লা বৈশাখের উৎসবে
কুমারী যুবতীদের শাড়ি পরা নিষিদ্ধ করা হোক।
প্রিয়তমার শ্যাম্পু পরবর্তী চুলের সুবাস
রুখে দিতে সর্বত্র N95 মাস্ক বিতরণ করা হোক।
ডাক বাক্সে জমে থাকা প্রেমের চিঠিগুলো
মেয়াদ উত্তীর্ণ ঘোষনা করা হোক।
প্রেম কিংবা বিচ্ছেদ সবই আজ
মন খারাপের বিজ্ঞাপনে সয়লাব।
মন খারাপের বিজ্ঞাপন দিয়ে কি লাভ?
যদি কাস্টমারই না আসে!
তাই মন খারাপের বিজ্ঞাপন দিয়ে
মন খারাপ করার থেকে ১৪৪ ধারাই ভালো।