মন পিপাসু নগর
তোমাকে হারিয়ে সেদিন, গড়েছিলাম মন পিপাসু নগর
সেখানে শিশিরে শিশিরে বাস করে সমান্তরাল ভালোবাসা,
হঠাৎ মন হারানোর মতো কিছু বেদনাময় অনুভূতির সাথে
মিলেমিশে যাই আমার চুরি করা এক রত্তি গভীর অমাবস্যা।
হাহাকার যেন সুরকারের কন্ঠে নতুন হারানোর গান শোনায়
আমার মন পিপাসু নগরে বিক্রি হয় না সাজানো উপকথা
গল্পের চরিত্ররা আচমকা আমায় চরিত্রহীন বলে দাবি করে আর
ছোট্ট চামচিকা উড়ে আসে, বলে দেয় সন্ধ্যার আগমন বার্তা।
এখানে দেখি নিরলস প্রচেষ্টা অলসতাকে হঠাৎই আঁকড়ে ধরে
তারপর শক্ত হওয়ার মন্ত্রনায় দিক্ষিত হয় সমগ্র বেসুরো সমাজ,
নীচতা, হীনতা আর অপমানিতাকে মানিয়ে নিয়েছে ব্যর্থ প্রেমিক
তাই এখানেই তারা চুপি চুপি কারচুপি করে,করতে চাই রাজ।
এই মন পিপাসু নগরের আকাশ, বাতাস, নদী ও আর্দ্র মাটিতে
চারিদিকে শুধু মিশে আছে ব্যর্থতার এক সুগন্ধি কিন্তু সিক্ত ঘ্রাণ,
পাখির কলরবে শুনতে পাই একটা বেদনাময় নীরব চিৎকার
আমি তবুও এখানে অস্বস্তিতে আছি, আঁতকে উঠছে একক প্রাণ।
এভাবে এখানে নীরব বেঁচে থাকাটা আসলে মৃত্যুর থেকেও কঠিন
কখনও তুমি যদি মুক্তি পেতে চাও, পেতে পারো চিরস্থায়ী মুক্তি,
উপন্যাসের শেষে উপসংহার না দিলে সেটা তো হয় বড়ো গল্প,
জানি তুমিও পাওনি খুঁজে এই কবিতাটির মাঝে কোনো যুক্তি।