মরণ কথা – অর্ঘ্যদীপ চক্রবর্তী
কিছুতেই তোমায় বলতে পারছি না কথাটা,
কত চেষ্টা করছি,
ভিতরে কোথাও একটা আটকে আছে,
একবারও ঠোঁটে আসছে না।
উফ! আর পারছি না,
বলার জন্য ছটফট করছি।
কথাটা না বেরোতে পেরে বুকের ভিতরটা কেমন যেন করছে-
ঠিক যেমন, সমুদ্রে ঝড় উঠলে যে অবস্থার সৃষ্টি হয় তেমন।
ক্রমশ সারা শরীরে ছড়িয়ে পড়ছে-
আর থাকতে পারছি না,
খুব কষ্ট হচ্ছে,
যন্ত্রনা শুরু হয়েছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে।
কী অবস্থা হলো আমার?
….প্রাণবায়ু বের হল কথাটাকে সঙ্গে নিয়ে,
এবার শান্তিতে চোখ বন্ধ করি।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪জুন,২০২৩,রাত এগারোটা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest