মরীচিকা
![]()
ছুটছে জীবন অসীম গতিতে খুঁজে পায়নি লক্ষ,
তবুও থামেনি সুখের খোঁজে হারিয়ে ফেলেছি দুঃখ।
ঘাম নেমেছে কপাল বেয়ে কিসের কারনে ক্লেশ,
দৈনতা ভরা যৌনতা যেখানে ভালবাসা হয় শেষ।
উঠছি, নামছি সিড়ি বেয়ে এক অজানা খেলায় মেতে,
শেষ হয়ে গেছে কত প্রান দেখেছি এপথে যেতে।
সততা যেখানে ভাঙা শিরদাঁড়ায় মাথা করে ফেলে নত,
অস্থায়ী এক সুখের লোভে সত্তা ক্ষতবিক্ষত।
দিনের শেষে চোখের সামনে নেশা হয়ে থাকে জমা,
রাত পোহালেই দাসত্ব যে ক্লান্তির নেই ক্ষমা।
নিজে ভেবে নিই বেশ সুখে আছি এ চরম সান্তনা,
জীবনী শক্তি শুষছে কামনা,অসহ্য এক যন্ত্রনা।
আপোষ করেছি বিবেক দাড়িপাল্লায় অবিরত,
কিছু প্রকাশিত কান্নার জলে,বাকিটা ব্যাক্তিগত।
মহৎ হবার লোভ যেখানে রেতঃপাতে ক্ষয়ে যায়,
সুখী হবার ভান করে থেকে মিথ্যার গান গায়।
উঠতে হবে চরম স্থানে, নীচে পরে থাক সব,
বিবেক বুদ্ধি হারিয়ে যাওয়া নিরেট অবয়ব।
অদৃশ্য বেরী রেখেছে বেঁধে আগ্ৰাসী মনোভাবে,
সুখের ছলে ভুলে আছি, কি জানি মুক্তি কবে?
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)