মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম
মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম
শ্রীরাম মানে ধৈর্য
শ্রী রাম মানে জ্ঞান,
শ্রীরাম মানে সহিষ্ণুতা
শ্রীরাম নামে ফিরে পায় প্রাণ ।।
শ্রীরাম মানে ভালোবাসা
শ্রীরাম মানে আত্মসম্মান,
শ্রীরাম মানে অধ্যাবসায়
শ্রীরাম করে সকলকে সম্মান ।।
শ্রীরাম মানে বুদ্ধি
শ্রীরাম মানে জ্ঞান,
শ্রীরাম মানে ধর্ম
শ্রীরামের ভিতর বিরাজে চারধাম ।।
শ্রীরাম মানে ভাতৃ প্রেম
শ্রীরাম মানে কর্তব্যনিষ্ঠ,
শ্রীরাম মানে শৌর্য বীর্য
শ্রীরামের আচরণ সকলকে করে তুষ্ট ।।
শ্রীরাম মানে পরাক্রম
শ্রীরাম মানে ন্যায়,
শ্রীরাম মানে সর্ব্বগুণসম্পন্ন
শ্রীরাম করে না কখনো অন্যায় ।।
শ্রীরাম মানে সত্য
শ্রীরাম মানে সহজ,
শ্রীরাম মানে সরল
শ্রীরাম নামে মিলবে সর্বখোঁজ ।।
শ্রীরাম মানে ধনুর্বাণ
শ্রীরাম মানে ন্যায়-যুদ্ধ,
শ্রীরাম মানে মিত্রতা
শ্রীরাম নামে হই তাই মুগ্ধ ।।
শ্রীরাম মানে ধর্মের শুরু
শ্রীরাম মানে অধর্মের শেষ,
শ্রীরাম মানে বচন বদ্ধ
প্রানান্তে যার কভু হয় নাকো ছেদ।।
শ্রীরাম মানে দৃঢ় প্রতিজ্ঞ
শ্রী রাম মানে কর্তব্য পরায়ন,
শ্রীরাম মানে ক্ষমা
শ্রীরাম হল তাই মর্যাদা পুরুষোত্তম ।।
স মা প্ত