মহালয়া
![]()
শঙ্খ-উল্লুর শব্দ
গঙ্গা স্নানে ডুব দেওয়া
পূর্ণিমার জীবনের দিকে যাত্রা শুরু
শহর তার মাকে ডাকছে
লাল রঙ করা হাত-পায়ে
তার বাসস্থান থেকে নেমে আসার জন্য
আজ রাতে দশটি দরজা বন্ধ
ভেজা রাস্তা আলোয় সজ্জিত
এখানে পিতৃপক্ষ ম্লান
এবং মাতৃপক্ষ শুরু
পাক্ষিক এখন পদ্মমুখী ত্রিলোচনী দেবীর মুষ্টিতে।
আজ রাতে ভাস্কর্যগুলি মূর্তিমান
বেশ্যাদের উঠোন থেকে তোলা তাদের কাদা।
ভোরের আগে মধ্যরাতে তার মূর্তি
চোখ টানা হবে
তেলের প্রদীপের কোহল দিয়ে
তার পুরানো রেডিও লুকিয়ে
আজ রাতে ছাতিমের কম্বলে
কলকাতা আগমনীর স্বপ্ন উপভোগ করবে
মুষ্টি থেকে, বিছানায় নিজেকে বিভক্ত করবে
কাঁপানো পা এবং আনন্দিত মুখ নিয়ে
শিউলির শীতল বৃষ্টিতে জেগে উঠবে,
কাঁপানো কাশফুল এবং মহালয়ার মন্ত্র।
“…জাগো তুমি জাগো; জাগো দূর্গা জাগো
জাগো দশা প্রহরণ ধারিণী
অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো
জাগো তুমি…”
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)