মাছ দেহের গণিত
মাছ দেহের গণিত
–মিজানুর রহমান
একপর্ব রাতের উপর পেসমেকার বসিয়ে একটি সূর্য দেখা গেলে
তাজা আঁতুড়ের নোংরা গন্ধ শুকোইনা…
আবাল বাচ্চা গুলো এসপ্লেনেড ছুঁয়ে ফুটবল শুরু করে।
ডালহৌসির ঘুম তখনও এপিটাফ না হলে রেললাইনের শিকড়ে আরেকটি ভারতবর্ষের শীর্ণ গাছ বেড়ে ওঠে !
সেজে ওঠলে জসীমউদ্দীনের মাঠ সহ জীবনানন্দ এর পুকুরপাড়, চায়ের কাপে সাঁতার কাটার প্রস্তুতি তৈরি হয় শুভ জীবাণুদের,
তবুও শ্যামবর্ণ সভ্যতার সূর্য তখনও জরায়ু ছাড়েনা।
Subscribe
Login
0 Comments
Oldest