মানুষ সবার বড়
36 total views
ধর্ম নিয়ে বড়াই ছেড়ে মানুষ হয়েই বাঁচ,
সবার উপর মানুষ সত্য তুই কেন ভুলে যাস।
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলরে এবার তুই!
হিন্দু,মুসলিম,বৌদ্ধ, খ্রিস্টান, রক্তে কোথায় দুই????
মানবতা দেখিয়ে দেখিয়ে দেখা ধর্মের কল,
সেটাই তো উচ্চ ফলন উচ্চ মনোবল।।
ধর্মের কোথায় লেখা আছে জড়িয়ে সংঘাত করো,
কিসের সংঘ ধর্ম বড়াই মানুষ সবার বড়।
Subscribe
Login
0 Comments