মা
মা আমার মা
ধরার বুকে মায়ের সাথে তুলনা হয় না।
কতই না শান্তি মায়ের বদন
কত দুঃখ যাতনা মায়ের জীবন।
সন্তানের দুঃখে মা পাগলপারা।
সন্তানের সুখে মা সর্বহারা।
পৃথিবীতে কেই নেই মায়ের মতন
জগত বাসনা মা সুখের সদন।
Subscribe
Login
0 Comments
Oldest