মৃত প্রেমিক
শহরের ব্যস্ত সব পথ
ইট পাথরের উঁচু উঁচু অট্টালিকার দেওয়াল হতে
চোখ ভেসে যায় মরীচিকার দেশে
চোখের নিচে কালির প্রহর
আধুনিক জীবন ছেড়ে দিয়ে
আমি চলি শুধু অবিরত ভেঙে যাওয়া
সেই আদিম জীর্ণ গাছের দিকে।
বৃষ্টিতে ভিজে গেছে স্মৃতির চাদর
ব্যর্থ প্রিয়তমার মতো করে
আঁধারের ল্যাম্পপোস্ট নিদারুণ ভাবে
গোলাপের শুকনো বীজ আমার হাতে পুঁতে ছিল
কোনো এক প্রিয়তমার বুকে।
ফুটন্ত রক্তের ফেনা
পুরুষের ক্ষয়ে যাওয়া মনের ভাঙা আয়না
বিনিময়ে এগিয়ে পথ নক্ষত্রের পতন।
Subscribe
Login
0 Comments
Oldest