মেঘরাশি
ওহে মেঘরাশি, কত জল ধরিয়া রাখিয়াছো তব বুকে
পবনের খেয়াতে বহিয়া যাও, রহো সেথা কোন সুখে।।
সখাহে তব, ঐ চমকিত বিজলী মাসি
ঝরো তুমি অঝোর ধারায়
সাথে রহে তাহার হাসি।
অপলোকে চাহিয়া রই
আনমনে কি কথা কই।
তব স্নিগ্ধ নীলেতে, নিজেরে হারাইতে চাই
তাইতো প্রাণখুলে কোন সুরে, কত কথা গাহিয়া যাই।।
Subscribe
Login
0 Comments
Oldest