যদি ভালোবাসো
যদি ভালোবাসো,
সমস্ত পৃথিবী আমি তোমার পায়ের তলায় এনে দেব ,
যদি ভালোবাসো,
সমস্ত পৃথিবী আমি শ্যামল শস্যে ভরে দেব, জেনো,
যদি ভালোবাসো,
ধূসর মরুতে আমি অমৃতের নদী এনে দেব !
সমস্ত পাখিদের সাথে প্রেম হবে, শীষ দিয়ে দোল খাবে বুকে ভিতর !
সুপেয় জলের শান্তি বইয়ে দেব তোমার দু কুল ছাপিয়ে, বৃষ্টি !
আকাশ বন্ধুর মতো তোমার কপালে এঁকে দেবে চুমো, ভালোবাসা !
যদি ভালোবাসো,
সমুদ্র ঘরের উঠোনে এসে ধুইয়ে দেবে পায়ের পাতাটি,
নদী রোজ এসে কানে কানে গেয়ে যাবে জীবনের গান,
বাতাস নিঃশ্বাসে প্রশ্বাসে ভরে দেবে প্রাণ, অশেষ বিশ্বাস
যদি একবার বল আমি তোমার,
গোটা দুনিয়াটা এনে দেব হাতের মুঠোয়, অবিকল !
যদি প্রেম দাও,
বিশ্বাস করো, ঈশ্বরকে এনে দেব দুটি ভ্রু’র মাঝে, ঈশ্বরের মতো !
যদি আমাকে ছুঁতে চাও, প্রেম দাও ! যদি একবারও ঈশ্বর হতে চাও –
দয়া করো, আমাকে ঈশ্বরের মতো সবটুকু দিয়ে ভালোবাসো !