যাযাবর।
234 total views
হঠাৎ তুমি চলে গেলে ,
আচমকা আসা দমকা হাওয়া
আমার বয়সটা বাড়িয়ে দিল ,
সারবত্তা নিয়ে গেলে চলে
এক কোনে পড়ে আছি
বাদ পড়া ছাটা লোহার গুঁড়ো ।
সময়ের ক্ষয়িষ্ণু গতির তালে
চলছিল জীবন নাও
অবসাদে হেলে দুলে;
কেন এলো ঝোড়ো হাওয়া
উচ্ছ্বলতার চাওয়া পাওয়া
যাবে যদি সব ফেলে?
সখা,বন্ধু ,প্রেম,প্রেয়সী হয়ে
ভরে দিলে জীবন পাত্র।
আজ জীবনে জীবন নাই
ঘুরি ফিরি নাচি গাই
বেদুইন সাহারা মরুভূমির
কেবল হা-হুতাশ অহোরাত্র।
Subscribe
Login
0 Comments