রাজা ও দুই হাতি
ভিনদেশী এক রাজার ছিলো
দুইটা পোষা হাতি,
একটা তারে ঘুরতো নিয়ে
মাথায় ধরে ছাতি।
আর যে র’লো একটা বাকি
খেতো শুধু বসে,
সুযোগ পেলেই ছুটতো আবার
এদিক-ওদিক চষে।
ভাবলো রাজা এক দিবসে
সই কেনো এই জ্বালা!
দোস্তি মেনে দুই জনেরই
গলায় দিলো মালা।
সেদিন থেকে কেউ তুলে না
মাথায় তার আর ছাতি,
একজনে কয় ’বৌচি খেলি!’
অন্যে ’চড়ুইভাতি!’
Subscribe
Login
0 Comments
Oldest