রাতের নিস্তব্ধতা
রাতের নিস্তব্ধতা
-ভাস্কর পাল
রাতের বেলায় চাঁদের আলোয়
অপরূপ এক আলোক সজ্জা,
দিগন্তের এই আকাশ জুড়ে
লেগেছে এক স্নিগ্ধ মায়া।।
দিনের শেষে নিঝুম রাতে
কষ্ট ক্লান্তি যায় মুছে-
চারিদিকের মিটমিটে তারারা
অলস চোখে চেয়ে থাকে।
স্তব্ধ সেই বোবা আকাশ
অনেক কিছুই প্রকাশ করে-
আকাশ হতে মধ্য রাতে
কল্পনার এক রেশ নামে।
নিস্তব্ধ এই রাতের আকাশ
আমার মতোই স্তব্ধ আজ-
সবার আড়ালে আকাশ তলে
নিয়েছি আমার অন্তঃবাস।
রাতের নিস্তব্ধতা কাটিয়ে উঠে
ভোরের অপেক্ষায়-
ভোরের আলোয় রাতের স্তব্ধতা
উধাও হয়ে যায়।
Subscribe
Login
0 Comments
Oldest