রাতের শেষে
আলোহীন আন্ধার রাতে
বসে আছি প্রহর গুনে
তুমি আসবে বলে
রাতের শেষে;
চেয়ে আছি আপন মনে
সদ্য ফোটা গোলাপ নিয়ে
তুমি আসবে বলে
রাতের শেষে;
বসে আছি জানালার ধারে
ঘুম নেই আজও চোখে
তুমি আসবে বলে
রাতের শেষে;
কাজ নেই মনের ঘরে
পারি দিই মেঘের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে;
দেশলাই কাঠির আলো জ্বেলে
চলে যায় স্বর্গের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে।
সাগর নদীর প্রবল ঢেউ-এ
ভেবে থাকি তিরের বেগে
তুমি আসবে বলে
রাতের শেষে।।
৩০/০৪/২০২০
Subscribe
Login
0 Comments
Oldest