~~*রাসায়নিক প্রেম~~*

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রথম যেদিন তোমায় দেখি,
সেদিন থেকে শুধুই এই মন….
আমার হৃদয়ের ট্রান্সফরমার অপেক্ষারত
তোমার হৃদয়ের AC – প্রবাহের জন্য প্রতিক্ষণ ।

আমার দুচোখ শুধুই তোমায় খুঁজে যাই
যখন তোমায় দেখিতে না পায়…
আমার হৃদয়ের হার্ট-বিট গুলো
লিফট পাম্প এর মত ,ওঠানামা করে যায় ।

হয়তো আমরা কার্বনেরই রূপভেদ
তবুও গঠনগত আলাদা….
আমি গ্রাফাইট হয়ে শুধুই ,
তোমার মত ডায়মন্ড এর ছবি এঁকে যাই ।

তুমি তো জানোই আমাদের ভালোবাসা
চিরন্তন সত্য E = mc² এর মত…
তবুও কেনো নিষ্ক্রিয় গ্যাসের মত আচরণ করো এত ।

হয়তো কিছু অনুঘটক
বাধাদান করে আমাদের প্রেমে…
সালফিউরিক অ্যাসিড এর মত জ্বালা দেয়
সব কিছুই যেনে শুনে ।

যখনই আমি তোমায় দেখি
হিলিয়ামের মত নিজে হালকা হয়ে যাই…
মনে হয় শুধুই তোমারই আকাশে,
গ্যাস বেলুন হয়ে ভেসে বেড়ায় ।

তুমি আমার কার্বক্সিলিক অ্যাসিড হয়েও
হয়তো পাওনা শুনতে….
আমার NaHCO3 এর CO2 এর বুদবুদ
আর এস্টারের সুমিষ্ট গন্ধতে ।

তুমি আমার অ্যালডিহাইড হয়েও
হয়তো দেখতে পাওনা,
টলেন্স বিকারকের বিক্রিয়ায়
গড়ে তোলা আমাদের রুপোলি আয়না ।

তুমি তো পারো তোমার হৃদয়ের ইলেকট্রন বর্জন করে জারিত হতে,
আমিও পারি তোমার বর্জিত ইলেকট্রন গ্রহণ করে বিজরিত হতে,
তুমি এসো, আমাদের হৃদয়ের জারণ-বিজারণ ঘটিয়ে আয়নীয় বন্ধনে আবদ্ধ হয়ে ,শক্তিশালী বন্ধন গঠন করতে ।

হয়তো যদি কোনোদিন মরিচা পড়ে
আমাদের এই গভীর প্রেমে…..
দস্তালেপণের প্রলেপ দেবো
টিকে থাকবে আমাদের প্রেম শুধু এ জন্মে নয়, পরজন্মে ।।

—–সমাপ্ত —–

0

Publication author

0
ছোট কবিতা, গল্প লিখতে এবং শুনতে খুব ভালোবাসি তাই কবিতা আমার জীবনের একটি অংশ হয়ে গেছে । আমার কবিতা গুলো সব কবিতা প্রেমীদের কাছে তুলে ধরলাম । সুপ্রভাত কালসার, ঘোষডিহা, কেশপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
Comments: 0Publics: 3Registration: 08-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।