রোদসুন্দরী
রোদসুন্দরী, এস এস ভেতরে
দাঁড়িয়ে কেন চামড়ার ওপরে!
ওগো সেরা ফলনজ্বলনসুন্দরী
কাজ শুরু করো অন্দরি-অন্দরি
ঢুকে যাও চামড়ার বর্ম ফু্ঁড়ে
রক্তমাংসমজ্জার ঘন পুকুরে
তাপ না পেয়ে আমি কাতুরে
শরীরকে নাও তোমার মুকুরে।
Subscribe
Login
0 Comments
Oldest