প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

শরম

ইবনে নজরুল

আমার মনের মাঝে
কেবল বাজে
তোমার পায়ের
নূপুর ধ্বনি

দেখি,লাজশনিমা মুখটি তোমার।
শুনি,তোমার কথার ফিসফিসানি।

লাজের যেন নেই সীমানা,
আমার দেখা পেলে।
নন্দিত এক অজানা ভয়,
হৃদয়ে তোমার খেলে।

তোমার আড়ষ্ট চলার ভঙ্গি,
সরলতা তব সদা সঙ্গী।
মিশে আছে যেন অঙ্গাঅঙ্গি,
অঙ্গে তব লাগলে ধূলি
সেও যেন পায় শরম।
আমার হৃদয়ে তোমার নিশানা
শিহরণ তোলে পরম।

0

Publication author

0
কবি হবার তাড়নায় লেখি না। স্বপ্নে ডুবে থাকতে ভালবাসি।কবির কবিতা স্বপ্ন ছাড়া আর কিছু নয়।
Comments: 4Publics: 10Registration: 23-05-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে