শহরের ভালোবাসা
অজস্র জন্ম থেকে আছি তোমায় খুঁজে চলেছি,
তোমার শহরের পথে পথে,
কিন্তু আমি পোঁছাতে পারিনি
বিষণ্ন সুন্দর শহরের পথে।
বিচ্ছেদ নয়; একাকীত্ব নয়!
হয়তো অন্য কোনো এক অসুখে।
Subscribe
Login
0 Comments
Oldest