শেষ রাত্রি
শেষ রাত্রী
আব্দুল আল মাহিম
প্রতিটি নিঃশ্বাস যেনো
ভাবিয়ে তোলে,
কেনো বেচে আছি এই ভুবনে ।
প্রতি রাতে শুধু একটাই
কামনা, চোখ যেনো না খোলে।
তিলে তিলে বাড়ছে কষ্ট,
সজন যাচ্ছে দুরে।
প্রতি রাতে দোয়া করি,
হে প্রভু এই চোখ যেনো আর না খোলে।
মিথ্যার ওপর বেচে আছি,
সত্য করছি ভোগ।
মন যে আমার কি চায়,
তা বোঝেনা আমার আপনজন।
এক ছাদের নিচে আমারা সবাই, তবু আমি একা,
আজ রাএীতে চোখ বোঝার পর আর জেনো না হয় দেখা।
এই সমাজে জ্ঞ্যানি সবাই,
বোকা শুধু আমি একা।
তাইতো আজ শেষ ইচ্ছে আমার, আর জেনো না হয় দেখা।
মন আর মানছে না এই মিথ্যার সহরে,
মন যেতে চায় পরকালে।
আজ যেনো হয় শেষ রাএী, চোখ যেনো না খোলে। আমি বাচতে চাইনা আর এই মিথ্যার সহরে, আমার মা যেনো না কাঁদে হেসে দেয় বিদায় আমাকে।
হে প্রভু আমার চোখ যেনো না খোলে সকালে।