সন্ধ্যাদ্বীপের শিখা
সন্ধ্যাদ্বীপের শিখা, আমার,
আগলে কত রাখি!
তুচ্ছ আমি মাটির প্রদিপ,
তোমায় ভালোবাসি।
ঘেরা থাকো, আমার ছায়ায়,
যতই, আমার কাছে,
তবু্ও তুমি, দূরের মায়ায়,
যত্নে আমার মনে।
জ্বলবে তুমি, মাটির ঘরে,
মোছাবে অন্ধকার।
থাকব আমি, রাতের শেষে,
একই ঘরে, বাস।
পড়বে মনে, আবার যখন,
সন্ধ্যাদ্বীপের সন্ধানে,
আমায় তুমি আপন কর,
থাকব দুজন, একসাথে।
Subscribe
Login
0 Comments
Oldest