সময়
আজ নিজেকে অন্ধকারে রাখতে ভালো লাগে,
আলোর কাছে নিজেকে বড্ড অসহায় লাগে,
শহর জুড়ে দাঙ্গা, ক্লান্ত হয়েছে মানুষ,
পৃথিবীর কোন এক কোণে আজও সুখ আছে আমি নিশ্চিত।
প্রেম বড় অসহায়,বিলাসিতা বলে কিছু নেই,
হেরে যাওয়াকে প্রশ্রয় দেওয়া পাপ ? জানিনা,
অর্থের কাছে নত, ভালোবাসার কাছে আহত,
সময় বড্ড স্বার্থপর,হতাশ করাই তার নিয়মিত কাজ ।
ভেঙ্গে পড়া কবিদের কোন সমাধান নেই,
প্রকাশকের কাছে অপমান সহ্য করতে করতে
তারা আজ ভাষা হারিয়েছে, কলমে উঠেছে ছন্দের অভাব,
দাঙ্গা অসহায় হেরে যাওয়া ক্লান্তির, কোনো সমাধান নেই।
নিশ্চুপ নিরব নিস্তেজ মনে সিগারেট হাতে ভাবি,
এই শহরে অভাব নামক এক শব্দ বড্ড পরিচিত,
৯০ এর দশকের এক পুরনো ঘড়িও আজ জেগে উঠেছে,
টিকটিক করে বলে উঠেছে এই সময় বড্ডো নিষ্ঠুর বর্তমানের কাছে ।।