সময়ের কাজ
![]()
সময়ের কাজ শুধু এগিয়ে যাওয়া
সময় কখনও পিছতে শেখেনি
আগেও শেখেনি
বর্তমানেও শিখছে না
ভবিষ্যতেও শিখবে না।
সময়ের কাজ শুধু সামনের দিকে তাকানো
তাই ও শুধু সামনেই এগিয়ে যায়
সময় কখনও পিছনের দিকে তাকাতে জানে না
তাই ও কখনও পিছনে ফিরে যায় না।
সময়ের কাজ শুধু বর্তমানকে ভালোবাসা
তাই অতীত আর ভবিষ্যতকে ভালোবাসা
ওর কাজের মধ্যে পড়ে না।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৪/৫/২০২৫
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)