সমুখে পা
20 total views
সমুখে পা
হাকিকুর রহমান
বসন ভূষণ হলো মলিন
বয়সটাতো হলো প্রবীণ।
কর্মকান্ড গেলো বিফল
বাঁধনটাতো লাগে শীতল।
দিনগুলো সব হারিয়ে গেলো
পথটা করে এলোমেলো।
মনটা তবু রাখি খাঁটি
প্রাণটা করে পরিপাটি।
দিলাম আবার পথে পা
সমুখ পানে চলে যা।
Subscribe
Login
0 Comments