সুন্দরীর প্রার্থনা
স্বার্থের জন্য বলি না কারন ছাড়া বলেছি,
তোমার সুন্দর রুপে, কোমল মনে গলেছি।
সুন্দরীকে সুন্দরী গো, বলতে কিসের বাঁধা,
বলতে পারি সকলে, দিল যদি হয় সাদা।
তোমার সুন্দর রুপে, আগুন ঝরে ঝলকে,
ক্যারনা চোখ নামাবে একটু দ্যাখা পলকে।
ফুলের মতন হাঁসি ডালের মতোই অঙ্গ,
বড় ভাগ্য তার হলো যেজন তোমার সঙ্গ।
এচোখের মাঝখানে দেখেছি তুমি সুন্দর
মনে মন চমকয়ে কাঁপায় খালি অন্তর।
কিছু কিছু ফুল ফোটে কত দূরের বাগানে,
বেড়াজালে বেড়া তবু ক্যার দেখে মনমানে।
চাঁদ সুন্দর জোছনা বাগান সুন্দর ফুলে,
তুমি সুন্দর লাবণ্য দেখেছি চোখটা খুলে।
-মোঃ মুসা
কবিতাটি, উৎসর্গ করলাম, মাহি পাখি কে
হারামী বন্ধু
Subscribe
Login
0 Comments
Oldest