স্বাধীন ভারত ও স্বাধীনতার সংগ্রাম
দেশাত্মবোধক কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

স্বাধীন ভারত স্বাধীন ভারত
আমরা নই তো পরাধীন,
অশোক লাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা
উড়িবে ভারতে চিরদিন।

কতদিন ধরে সয়েছি আমরা
পরাধীনতার বহু ক্লেশ,
সংগ্রামীদের রক্তের বদলে
স্বাধীন হল মোদের দেশ।

হেথায় কাশ্মীর কন্যা কুমারিকা
আর আসমুদ্র হিমাচল,
স্বাধীনতা তরে সংগ্রাম করে
ভারতমাতার চোখে জল।

রক্তমূল্য দিয়ে কিনেছি আমরা
এদেশের স্বাধীনতা।
দুইশত বর্ষ সহিয়াছি ক্লেশ
পরাধীনতার ব্যথা।

ফাঁসির মঞ্চেতে কত শহীদের
শত প্রাণ হল বলিদান,
আজিকে তাদের প্রণাম জানাই
জানাই শ্রদ্ধা আর সম্মান।