হতাশা
জীবনটা আঁধারের মায়ায় ভরা,
নেই কোনো আলোর রেখা।
পথ ভরা শুধু অন্ধকূপে;
চলতে পারিনা নিশ্চিন্তে।
জীবনে ফুটবে কবে সূর্যমুখী জানিনা,
চাঁদোয়া হয়েছে কাঁটা বুনো ঝোপে,
ওদের ঘায়ে অনবরত রক্ত ঝরছে।
নেই তবু মুক্তির পথ।
১লা জুন,রাত ১০টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest