হৃদয়ের কুসুম, বাসা বেঁধে বেঁচে আছে।
202 total views
হৃদয়ের কুসুম,
বাসা বেঁধে বেঁচে আছে।
একটি জীবন,
বসন্ত পার করে।
কেন, তবে আর,
বাকি অবশিষ্টটুকু,
আগলে রেখে,
কি তুমি পাবে ব’ল?
সোনালি বিকেল,
আসে যায়, বার, বার,
এ’মন, এখনও,
জানল না একবার,
ফোটা ফুল, যেমন,
নিজের গন্ধে,মাতাল,
সার্থক তার,
এই জীবনের সকাল!
Subscribe
Login
0 Comments