হৃদয়ের ঘূর্ণাবর্ত
আমার কমরেড হৃদয়বান তবে সাম্যকে আমার চেয়ে বেশি ভালোবাসে।
তাও সে প্রশ্নাতীত মিশে আছে আমার নিঃশ্বাস প্রশ্বাসে।
সে সাম্যকে ভালোবাসে বলে আমার দুঃখ নেই কোনো
সাম্য কারুর প্রতিদ্বন্দ্বী হতে পারে না কখনো।
সমতার জন্য সে নিবেদিতপ্রাণ, দলও তার খুব প্রিয়
তার সঙ্গে আমিও সজোরে বলি, বিপ্লব যুগ যুগ জিও।
যে দল সাম্যকে চায় তাকে ভালোবাসাই উচিৎ
তাছাড়া, রাজনীতি ছিল দেখা ও শোনার প্রেক্ষিত।
তাহলে বস্তুত আমার কী ছিল না কোনো প্রতিদ্বন্দ্বী?
হৃদয় কী হয়ে গিয়েছিল অনিবার্য দ্বিধাতেই বন্দী?
অথবা কোনো ঘূর্ণাবর্ত আমার কমরেডকে নিল কেড়ে?
পাঁচ উপাদানের অন্যতম যে, তার কাছে গেলাম আমি হেরে!
শক্তিশালী মৌসুমী হাওয়া’র সামনে টেকে না তুচ্ছ মানবী
রক্তমাংসের নারীর পাশাপাশি সে তো সমস্ত যুগেই দানবী।
Subscribe
Login
0 Comments
Oldest