।। নির্বান ।।

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হরষ-তরষ-সরস রঙ্গে ,
জীবন গড়ার বাতি,
কাটে নিশী দিন প্রভাত সঙ্গে,
প্রত্যয় শেষে রাতি,
শান্ত মধুর তরুর ছন্দে,
রহিছে সে যে হাজারো ধন্দ্বে,
মিশায়ে রহে ভালো ও মন্দে,
দিপ্তী পূর্ণ জাতি।

নিশীথ মেলায় বর্ণ সরূপ,
তৃণ সম দল-রাজি,
বিঘ্নিত হয় বিশ্ব-ভূ-রূপ,
মন্ত্রপূতে মজি,
হৃদয় জুড়ে মিথ্যা তরাশ,
কলম সভায় জাতি-জাল-পাশ,
ছিড়ে ফেলি সব নভ নাগপাশ,
নূতন কিরণ আজি?

দিয়েছো মিশায়ে মিথ্যার ডালা,
নিকোটিন ঘড়া ছড়িয়া,
দিয়েছো সাজায়ে অস্ত্র মালা,
বর্ণ-বিভেদ করিয়া,pppp
পাঠশালা জুড়ে শুধু পলায়ন,
তুলিয়া অস্ত্র লাগি মহারণ,
আবাল-বৃদ্ধ করে ক্রন্দন,
মৃত্যু স্রোতে ভাসিয়া।

আপনে মাগিছে টুপি-আস্তিন,
থরে-থরে সাজা মেঘে,
পড়ে আছে কত মহা-হীন-দিন,
আগ সম রণ রেগে,
পূর্ণ হবে কত কারাগার,
শূন্য হবে অস্ত্র ভাঁড়ার,
জগৎ-ব্যাপ্ত কাটিয়া আঁধার,
আলো সম দ্রুত বেগে।

প্রানো-চ্ছ্বল সঘন হাস্য মুখে,
জানাবে তখন বিদায়,
শিহরিত চোখ কিঞ্চিত ঢেকে,
আসিবে জন-সভায়,
বলিবে তখনি আমি সম-ভুল,
চাইছি ক্ষমা হৃদয় আকুল,
করেছি ক্ষতি অনন্ত-বিপুল,
করো ক্ষমা মোরে মেলায়।

কি মহালগনে মরন খেলায়,
তরঙ্গ তার টুটিছে,
অন্তিম দোলার দলিত সভায়,
সবে মিলি আজ ছুটিছে,
ভেঙে ফেলে সব মহা-নাগপাশ,
বর্ণ- বিভেদ-জাতি-জাল-পাশ,
ভুলিয়া সবাই হিংসার শ্বাস,
প্রভাত কিরণে ফুটিছে।

ফেলে দিয়ে সব টুপি আস্তিন,
নব চুল্লির যন্ত্রে,
প্রভাত-কিরণ-অরুণ-সুদিন,
আসুক হীরক তন্ত্রে,
রয়েছে যা কিছু পাষান সমান,
ভেঙে ফেলি সব জগৎ পুরান,
গড়ে তুলি ঐ নব-নির্বান,
জগৎ ব্যাপ্ত মন্ত্রে।

হরষ-তরষ-সরস রঙ্গে,
জীবন গড়ার মন্ত্রি,
কাটে নিশী দিন প্রভাত সঙ্গে,
প্রত্যয় শেষে রাত্রি,
শান্ত মধুর তরুর ছন্দে,
রহিছে সে যে হাজারো ধন্দ্বে,
মিশায়ে রহে ভালো ও মন্দে,
নব আগন্তুক যাত্রী।

0

Publication author

0
ঠোট কাটা কালচারাল এ্যাণ্ড ওয়েলফেয়ার সোসাইটি র প্রতিষ্ঠাতা। জন্ম ২৪ এ এপ্রিল ১৯৯৮ সাল এ বর্ধমানে। লেখা প্রকাশ "শিল্প মঞ্জরী পত্রিকা ১ম বর্ষ"(প্রকাশ কাল ২৬ এ আগস্ট,২০২০) এ কবিতা "মাতঙ্গিনী" "শিল্প মঞ্জরী পত্রিকা ২য় বর্ষ"(প্রকাশ কাল ২৮ শে অক্টবর,২০২১) এ কবিতা "রাজ ধর্ম", "বর্ষন রোদ্দুর শারদ সংখ্যা ২য় বর্ষ পত্রিকায়" " মাতঙ্গিনী",বিশ্ব বাংলা সাহিত্য একাডেমি অনুমোদিত অগ্নিবীণা সাহিত্য ধারা পরিচালিত দৈনিক কবিতার আসরে সেরার সেরা কবিতা "ইতিকথা", আলপিন পরিচালিত পত্রিকা "আলপিন রঙিন ঋন" পত্রিকা য় প্রকাশিত "মন্ত্রচিতা"এবং গল্প পাঠ আলপিন পরিচালিত রহস্য গল্প "অবশেষে" প্রকাশিত। বীরভূম জেলা পুলিশ ও পাবলিক সম্প্রীতি কাহিনী "বাহিনী শ্রমিক দিবস সংখ্যা য় কবিতা মজদুর আমি", কবিতা ক্লাব "সুরজিত ও বন্ধুরা কবিতা ক্লাবের একটি প্রয়াস" এ প্রকাশিত কবিতা " মজদুর আমি" ও "মন্ত্রচিতা", নবকল্লোল শারদ সংখ্যায় প্রকাশিত কবিতা "থিসিস", উন্মেষ পত্রিকা য় প্রকাশিত কবিতা "স্বর্গ লাভের আশায়" , যশ সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ১৪২৮ এ প্রকাশিত কবিতা "রুটি"।
Comments: 0Publics: 4Registration: 18-09-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।