অগ্নিপ্রস্তর
তোমার চলে যাওয়ায় রক্তাক্ত হৃদয়ের ঘর
ঘিরে আছে তুষানলের চক্কর
আমি বিশ্বাস করতে চেষ্টা করি অকাতর
শেষ রক্ষায় আছেন অধীশ্বর
আকুল প্রার্থনায় তাঁকে ডাকি হৃদয়ের ভিতর
কিন্তু পাইনি কোনো উত্তর।
আমার হৃৎপিণ্ড এখন ভয়ংকর ধ্বংসলীলার চত্বর
যেন এক ভূতুরে শহর
সুনসান নীরবতায় কেটে যায় শূন্যতার প্রহর
দুঃখকষ্টের জমাটে হয় অগ্নিপ্রস্তর
আর্তনাদে নিশীথে নামে অশরীরী আত্মার বহর
খাবলে খাবলে খায় অন্তর।
এখন আমি আস্থার অনুসন্ধানে খুঁজি বন্দর
মরিচায় ধরা হৃদয়ের গহ্বর
যদি হই রক্তচোষা বাদুরের শহরে ভ্রমর
তবে বিস্তারাবিষ্টই থাকুক মনান্তর
যদি অমানিশায় ডুবতে থাকে থাকুক নিরন্তর
প্রেমের উপর বিদ্রূপের ভর।