অচেনা মনে হয় না
অচেনা মনে হয় না
কত বার দেখেছি, এসব জানিনা
তবু তোমাকে চেনা চেনা মনে হয়
মনে হয় দেখেছি বহুবার , কোন এক পরগনা ;
আমাদের ছিল তবু তোমার কাছে আমার পরিচয়;
নতুন এক দূরতর দ্বীপ,
মনে হয় দেখেছি অঙ্কের পাশে
দেখেছি তোমাকে আবৃত্তির ক্লাসে
দেখেছি ফ্রগে-স্কাটে
দেখেছি গ্ৰামে নতুন হাটে
এখনও তোমার মুখে নানান বিস্ময়
তবু; তবু তোমাকে চেনা চেনা মনে হয়
তোমাকে মনে হয় মধ্যবিত্তের চাঁদের মতন
না আসা বর্ষায় কিনে আনা গাছের মতন
বার বার মনে পড়ে বড় চেনা লাগে
দেখেছি মোহনবাগান দলের পায়ে যখন ফুটবল
যখন হাওয়ার স্রোত ঘামের ভেজা আবেগে
ইংল্যান্ডের মাঠে কলকাতা সেখানে তুমি
দু একবার ভেবে দেখা,দুহাতে হাতড়ানো নানা গলি
বাসে ট্রামে অটোয় ট্রেনে ইলেভেনের কলম কিংবা তুলি
নাহলে শেষ পথ আগের জন্ম
সমস্ত ভাবনার শেষে বৃষ্টি আসে
জেগে থাকে শুধু একা সংশয়
তবু;তবু বলছি তোমাকে চেনা চেনা মনে হয়
তোমাকে খুব চেনা চেনা মনে হয় !!