প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আমার থ্রী বি-এইচ-কে দক্ষিণ খোলা, নিউটাউন

থরে থরে সাজিয়ে ওঠা রিয়েল স্টেটে,

রঙিন হয়েছে, স্বপ্নে আর ভবিষ্যত ;

ফেলে আসা দিনগুলোর, দিনলিপি

মনের আরাম দেয়, সময়ে অসময়ে;

শিক্ষা বিক্রী হয়েছে, আজ অস্থাবরের কাছে;

পরিচিতি বাড়ায়, ঐ কভার পেজে ৷

ভালো লাগার, না লাগারা

জমতে থাকে, মনের কোণে;

না পাওয়া অতীত, তাড়া করে বেড়ায়, অবসরে;

ফিকে হয়ে যাওয়া দলিলের মতো, সম্পর্ক

ভালোবাসা খোঁজে, ঐ উল্টোডাঙায়  ৷

গোছানো জীবন, হাঁপিয়ে ওঠে প্রতিযোগিতায়;

ঈর্ষারা, বাড়ায় সম্পত্তি-ব্রান্ডে;

অসুখী মন, শ্বাস নেয় খোলা জানালায়,

দিনের আলোয় হাতড়ে বেড়ানো, স্মৃতি

ফিরে আসে, পাশ বালিস নিয়ে;

চোখের কোণে, কান্নারা হাঁফ ছাড়ে

গরম শ্বাস ফেলে;

ভারী হয়ে যাওয়া কথা গুলো, বেড়িয়ে আসে

চেপে থাকা ঠোঁটের উপর ৷

সমস্ত শক্তি হারিয়ে, যন্ত্র এগিয়ে চলে-

আগামীর জন্য….,

বারান্দায় বসে, একলা বিকেল ভাবতে বসে ;

পাওয়া না পাওয়ার, অঙ্ক ৷

ঘেন্না ধরে যাওয়া, একঘেয়েমিতায়

প্রত্যেকদিনের মতো সন্ধ্যা নামে, জি-বাংলায় ৷

লবণ হীন স্বাদের মতো, বুঁদ বুঁদ করে বেড়ে ওঠা, যন্ত্রণা গুলো

আবার কোথায় হারিয়ে যায়, রান্না ঘরে;

রাতের রুটি রা গোল হয়ে যায়, আটা ছড়িয়ে

আবারও অতীত ফিরে আসে, ঐ পাশ বালিস নিয়ে;

যখন ঘুমিয়ে পড়া বিছানায়;

ঘুমোয় বাস্তব ৷৷

0

Publication author

offline 2 years

সুজিত

1
"Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its origin from emotion recollected in tranquility." - William Wordsworth
Comments: 10Publics: 42Registration: 14-08-2020
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।