অতৃপ্ত বাসনা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যাযাবর
হতে চাইনি
আমিও রুধির মানুষ
ইচ্ছে ছিলো সংসারী হবো,
তোমারই নীলাম্বরী কোলে বসত গড়বো;
যতন করে অন্তর গহিনে রক্তকমল ফোটাবো।

খুব
ইচ্ছে ছিলো
সুখের সংসার সাজাবো
অতি সাধারণ মানুষের মতো,
অফিস করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরবো;
ফিরে এসে তোমারই চুলের সুবাস নিবো।

খুব
ইচ্ছে ছিলো
অনন্ত প্রণয়ী হবো
ছুটির দিনে তোমায় নিয়ে,
এদিক সেদিক পথে পথে ভালবাসবো;
একটা জীবন তোমারই প্রেমে কাটিয়ে দিবো।

এখন
ইচ্ছে আছে
আকাশের নীল আছে
দীঘির জলে রক্তকমল আছে,
বালুচরে আছড়ে পড়া ঢেউ আছে;
নৃত্যময়ী শুধু তুমিই নেই আমার পাশে।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে